সাতক্ষীরায় ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভা অনুষ্টিত হয়েছে। উত্তরণ- ডিফেন্ডিং হিউম্যান রাইট্স থ্রু নেটওয়ার্ক স্টেইনদেন (ডিএইচআরএনএস) প্রকল্পের আওতায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর আর্থিক সহযোগিতায় উত্তরণ, আঞ্চলিক কার্যালয়, সভায় সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর আহবায়ক জনাব এড. আবুল কালাম আজাদ।
তিনি স্বাগত বক্তব্য প্রদান পূর্বক সদস্য সচিব এড মুনিরুদ্দিনকে বিগত দুইমাসের রিপোর্ট উপস্থাপনসহ অনুষ্ঠান পরিচালনার জন্য বলেন। সদস্য সচিব বিগত দুই মাসের রিপোর্টূ উপস্থাপন করেন এবং উন্মুক্ত আলোচনায় বক্তব্য প্রদান করেন- সংগঠনের যুগ্ন আহবায়ক মাধব চন্দ্র দত্ত ।
কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ পবিত্র মোহন দাস, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত, সাবেক কাউন্সিলর ফরিদা আকতার বিউটি, দুদুক পিপি এড মোস্তফা আসাদুজ্জামান দিলু, এড নাজমুন নাহার ঝুমুর, এড রঘুনাথ মন্ডল, অধ্যাপক ইদ্রিস আলী, এস এম বিপ্লব হোসেনজনাব মো: সালাউদ্দিন, আব্দুস সামাদ, রুহুল আমিন, সাকিবুুর রহমান বাবলা গৌর পদ সরকার প্রমুখ।
বক্তারা অনুষ্ঠানের আগামী দুই মাসের কর্ম পরিকল্পনা, ত্রৈমাসিক এডভোকেসী সভার মুল্যায়ন, আগামী ৫ তারিখে পরিবেশ দিবস পালন, ৩০ জুলাই মানব পাচার দিবস পালন, লিগ্যালী প্রবাসীরা মৃত্যুবরণ করায় তার পরিবারের লোকেরা যথাযথ ক্ষতিপুরন না পাওয়ার বিষয়সহ আরো অন্যান্য বিয়য়ে করণীয় সম্পর্কে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য সচিব এড. মুনিরুদ্দীন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.