সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। (১৪ আগস্ট) বুধবার সকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে সাধারণ সভায় ইউনিয়নের সদস্যদের উপস্থিতির মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক মো. আবুল কালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দৈনিক হৃদয় বার্তার সম্পাদক জি.এম মোশাররফ হোসেন।
সভায় সবার সম্মতিক্রমে আগামী এক বছরের জন্য কালের কন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মো. মোশররফ হোসেনকে সভাপতি, ও দৈনিক নওয়াপাড়ার সাতক্ষীরা প্রতিনিধি মো. আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যন্য সদস্যরা যথাক্রমে সহ-সভাপতি শেখ আহসানুর রহমান রাজীব, মো. আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদ, সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুল ইসলাম, অর্থ সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রাণী, প্রচার সম্পাদক মো. রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ শরিফুল ইসলাম জুয়েল, নির্বাহী সদস্য আবু রায়হান, মো. আল মামুন, সদস্য মোঃ তারিকুল ইসলাম, মোঃ শাহিনুর রহমান শাহিন, মো. হাফিজুর রহমান, কে.এম শাহিনুর রহমান, মো. রুহুল আমিন, মো. রবিউল ইসলাম, মো. কামরুজ্জামান, মন্ময় মনির প্রমুখ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.