দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা বন্ধসহ হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখা ঐ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১১ আগষ্ট বিকাল চারটায় উপজেলা প্রেসক্লাব চত্বরে সমাবেশ শুরুর পর বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এর আগে প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক বিষ্ণুপদ মন্ডল, সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জী, যুগ্ম-আহবায়ক মহাদেব মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, রামরঞ্জন বিশ্বাস গোপালপুর রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণশখা দাস ব্রম্মচারী, শিক্ষক ধনঞ্জয় মন্ডল, প্রভাষক অভিষেক মন্ডল, রনজিৎ দেবনাথ, সন্তোষ মন্ডল প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা হত্যা নির্যাতন অগ্নিসংযোগ ও চাঁদাবাজি চলছে।
অবিলম্বে সেসব অত্যাচার নির্যাতন বন্ধসহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.