বিদেশ : ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি হামলা হয়েছে। এর প্রতিক্রিয়ায় সৌদি আরব হুঁশিয়ারি দিয়েছে। দেশটি বলেছে, ওই শহরে অভিযান চালানোর ইসরায়েলি পরিকল্পনা মানবিক বিপর্যয়ে ফেলবে। সেখানে হাজার হাজার ফিলিস্তিনি ইসরাইল-হামাস যুদ্ধ থেকে বাঁচতে সাহায্য ও আশ্রয় চেয়েছে। দেশটি এ বিষয়ে হস্তক্ষেপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছে। আরব নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সৌদি আরব ভিত্তিক গণমাধ্যমটি বলেছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘রাফাকে শেষ আশ্রয়স্থল ভেবে সেখানে আশ্রয় নেওয়া হাজার হাজার বেসামরিক নাগরিক ইসরায়েলের নৃশংস আগ্রাসনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’ ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে যুদ্ধবিরতির আহবান পুনর্ব্যক্ত করেছে। আন্তর্জাতিক ও মানবাধিকার আইন অমান্য করে অমানবিক ধ্বংসযোগ্য থামাতে শিগিগির ব্যবস্থা নিতে দেশটি জাতিসংঘকে আহবান জানিয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.