প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৪, ১০:৩৪ এ.এম
স্নিগ্ধ মনে
স্নিগ্ধ মনে হৃদয়ের সনে
চলিব আমরা দূরে,
হাসিয়া চলিব কতই বলিব
কত কথা গান সুরে।
এ আকিঞ্চন সুধা ভরা মন
মিলন মাধুরি সনে,
বাসিব যে ভালো জ্বালিব যে আলো
হৃদ অন্তর মনে।
বাঁধিব সে ঘর হবে নাকো পর
থাকিব কতই সুখে,
করিয়া যত্ন তুমি সে রত্ন
কাটিব সকল দুখে।
সুখেতে থাকিয়া হৃদয়ে রাখিয়া
বাসিব তোমাতে ভালো,
মনের গহনে আপন মননে
জ্বালবো রঙিন আলো।
রাখি মনে জোর হয় যবে ভোর
গাহিছে পাখিরা গান,
সুমিষ্ট সুরে নাহি থাকি দূরে
রূপেতে ভরেছে মান।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.