প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৪, ১১:০২ এ.এম
স্বর্গের তরী
স্বর্গের তরী মাগো মোদের
এই ধরণীর তরে,
করব সেবা মায়ের মোরা
সকল ঘরে ঘরে।
মায়ের গর্ভে জনম মোদের
তাই তো ধরায় আছি,
মায়ের আশিস নিয়ে আমরা
ধরার কূলে বাঁচি।
মায়ের সুধা মিটায় ক্ষুধা
স্বার্থক জীবন গড়ি,
আমরণকাল মায়ের সেবায়
জীবনে সুখ বরি।
সর্ব সুখের মূলে মাগো
মাগো স্বর্গের রানী,
মায়ের রবণ স্বস্তি স্মরণ
হৃদয় মায়ের বাণী।
মাগো মোদের স্বর্গের তরী
সর্ব সুখের সেরা,
মায়ের পরশ সরস অতি
স্বর্গের সুখে ঘেরা।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.