হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল
রাণীনগর প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার বিচারের প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার বিকেলে রাণীনগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র পরিষদের ব্যানানে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৪টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিচারের দাবিতে নানা শ্লোগান দেন। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গোলচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রুহুর আমিন রিমনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, নওগাঁ-৬ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো. কবির, আমির হামজা প্রমুখ।
এ সময় বক্তারা- হাদি হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সভা শেষে শরীফ ওসমান হাদির রুহের মাগফেতার কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.