প্রযুক্তির আধিপত্যে যখন বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে যেতে বসেছে, তখন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কয়েকজন শিশুর হাতে আবারও দেখা গেলো *বর্ণিল ঘুড়ি*—একটা সময়কার জনপ্রিয় গ্রামীণ খেলনা।
দেবহাটার এক গ্রামে দেখা যায় তিন শিশু হাতে করে বিশাল আকৃতির একটি ঘুড়ি নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছে। এ দৃশ্য যেন গ্রামীণ বাংলার শৈশবকে ফিরিয়ে আনে।
এক সময় বিকেল হলেই ছেলেরা মাঠে ছুটে যেত ঘুড়ি উড়াতে। এখন সেই জায়গা নিয়েছে মোবাইল গেম ও ইউটিউব। তবে এই শিশুদের ঘুড়ি বানানোর আগ্রহ প্রমাণ করে—সুযোগ পেলে এখনো শিশুরা ঐতিহ্যকেই আঁকড়ে ধরতে চায়।
স্থানীয় এক অভিভাবক বলেন, ঘুড়ি শুধু খেলা নয়, এটা এক ধরনের চর্চা, সৃজনশীলতা, আর বন্ধুত্বের বাঁধন। এই চর্চা ফিরিয়ে আনা খুব দরকার।
প্রয়োজন শুধু উৎসাহ ও আয়োজনের। স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাইলে ঘুড়ি উৎসব ও প্রতিযোগিতার মাধ্যমে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পারে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.