বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট থেকে ৫কেজি গাঁজসহ মোরেলগঞ্জের এক নারী মাদক কারবারিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ টিম। আটক ওই নারী মাদক কারবারি সুমি আক্তার ওরফে বকুল (৩০) মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের মোঃ দুলাল হোসেনের স্ত্রী। রবিবার (১১ফেব্রুয়ারী) ভোরে ফকিরহাট উপজেলার নোয়াপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া এলাকায় এক নারী মাদক কারবারি গাঁজা নিয়ে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে ৫কেজি গাঁজসহ সুমি আক্তার ওরফে বকুলকে আটক করি। তিনি আরো জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবতে এ পেশার সাথে জড়িত।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে ফকিরহাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.