আবুল কালাম, ইন্দুরকানী,পিরোজপুর প্রতিনিধিঃ সাত জানুয়ারির নির্বাচন ছিল উন্নয় আর শান্তির পক্ষে, সাত
জানুয়ারী নির্বাচন করা ছারা সরকার ও নির্বাচন কমিশনের কোন
বিকল্প ছিল না, মহামান্য আদালত বলেছে একটি নির্বাচিত সরকার
আর একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এখানে
অনির্বাচিত কোন সরকারের পথ খোলা নেই।এবারের নির্বাচনে
বিএনপি সহ কয়েকটি দল অংশগ্রহন করেনি তার মানে এই নয় যে
নির্বাচন সুষ্ট হয়নি এবারের নির্বাচন সব থেকে ভাল নিরপেক্ষ
শান্তি পূর্ণ ও সুষ্ট হয়েছে। কয়েকটি রাজনৈতিক দল বলেছিল
আমেকিার সরকারকে সর্মন দেবেননা আপনারা জানেন আমেরিকার
প্রেসিডেন্ট জোবাইডেন চিঠিদিয়ে আমাদের সরকারের সাথে
কাজ করার প্রত্যায় ব্যাক্ত করেছে। এ ছারা পৃথিবীর বিভিন্ন দেশে
পক্ষো হতে সরকার কে সমর্থ দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।বর্তমানে
আমেরিকার উচ্চ পর্যায়ের প্রতিধি দল ঢাকায় সরকারের সাথে
আলোচলায় রয়েছে পিরোজপুর ১ আসরে সংসদ সদস্য শ.ম. রেজাউল
করিম এই কথা বলেন।
তিনি ২৪ ফেব্ররয়ারী সন্ধ্যায় প্রেস ক্ল¦ সভাপতি এইচ এম ফারুক
হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় এলে ক্লাবের পক্ষো থেকে
এমপি শ.ম. রেজাউল করিমকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়,
এসময় ইন্দুরকানী রিপোটৃার্স ক্লবের সবাপতি ও সম্পাদক এমপি
মহোদয়কে ফুলেল শুভেচ্চা জানান। মতবিনিময় সভায় তিনি
সাংবাদিক দের সাথে একান্ত আলোচনায় তাদের সুখ দুখের কথা
শোনেন। তিনি প্রেস ক্লাবের উন্নয়নের কথা বলেন এবং তাদের পাশে
থেকে সহযোগীতার আশ^াষদেন। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন
সিয়ির সাংবাদিক এম আহছানুল ছগরি, আজাদ হোসেন বাচ্ছু,
আবুল কালাম, শাহিদুল ইসলাম শহিদ, রাকিবুল ইসলাম প্রমুখ। তিনি
সরকারের উন্নয়নের অংশগ্রহন করার জন্য দলমত নির্বিশেষে সকলকে
আহবান জানান।
এর আগে তিনি উপজেলার বালিপাড়া তহশীল অফিস মাঠে এক
সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সেখানে তিনি বলেন আমি সন্ত্রাস
পছন্দ করি না, আমার কোন ক্যাডার বাহিনী নেই। আমি শান্তি
প্রিয় মানুষ। তাই শান্তিতে বিশ্বাস করি। আমি চাই আমার
নির্বাচনী এলাকার সব মানুষ শান্তিতে বসবাস করুক। গত ৭
জানুয়ারির নির্বাচন ছিল উন্নয়ন আর শান্তির পক্ষে। আপনারা
শান্তির পক্ষে রায় দিয়েছেন যার কারণে আমি আপনাদের ভোটে পুনরায়
সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমি কথা দিচ্ছি আপনাদের
এলাকায় আর কখনো দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীদের ঠাই হবেনা।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ
চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম
মতিউর রহমান,জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সহ-
সভাপতি জাহিদ হোসেন পিরু, যুগ্নু-সাধারণ সম্পাদক
জিয়াাউল হাচান জিয়া, ইন্দুরকানী উপজেলা পরিষদের ভাইস-
চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা
নাহার মিলন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোবারক
আলী হাওলাদার, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাদশা হাওলাদার,
ইন্দুরকানী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন গাজী
সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি
আতিকুর রহমান ছগির, সাধারণ সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ
প্রমুখ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.