অনলাইন ডেস্ক || দিগন্ত প্রতিদিন
হাতি মরলেও লাখ টাকার মাল। ইসলামী ব্যাংক গত দুই দশক ধরে দেশের শ্রেষ্ঠ ব্যাংক। গত ডিসেম্বরেও এটা সেরা ছিল, এমনকি ২০২৪ সালের জুন ক্লোজিংয়েও সেরা ছিল। কাজেই, এর আগামী ভালো হবে এটাই স্বাভাবিক।
ইসলামী ব্যাংকের কর্মকর্তা আরো জানান…. ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বড় কোন বিপর্যয় ঘটার আগেই আল্লাহ পাক হেফাজত করেছেন। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, ব্যাংকিং সিস্টেমে হাওয়ার উপর কোন টাকা নেয়া যায় না। লোন/বিনিয়োগ মন্জুর করে টাকা নিতে হয়। আর প্রতিটা লোন/বিনিয়োগের বিপরীতে মর্টগেজ নিতে হয়। এগুলোর রেকর্ড থাকে। কোন গ্রাহক টাকা পাচার করলে বা ভিন্ন খাতে ব্যয় করলে মর্টগেজ বিক্রি করে টাকা আদায় করা যায়। বিভিন্ন মিডিয়ায় যাদের নাম আসছে তারাও সম্পদ মর্টগেজ রেখেই টাকা নিয়েছে। কাজেই আতঙ্কিত হবেন না।
বাংলাদেশ যেমন ঘুরে দাঁড়াচ্ছে, ইসলামী ব্যাংকও ঘুরে দাঁড়াচ্ছে। এক-দুই সপ্তাহের মধ্যেই সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ। কারণ ইসলামী ব্যাংক এখন সঠিক লোকদের দ্বারা পরিচালিত হচ্ছে।
গ্রাহকদের প্রতি অনুরোধ, এই সময়ে আপনারা ব্যাংকের পাশে থাকুন। যেহেতু এতো দিন দুর্যোগের সময়েও আপনাদের আমানত সুরক্ষিত ছিল, এখন সুশাসনের সময়ে তা আরো বেশি সুরক্ষিত থাকবে। ইসলামী ব্যাংক এখনো দেশের এক নম্বর ব্যাংক, সর্ববৃহৎ ব্যাংক, সবচেয়ে জনপ্রিয় ব্যাংক।
বিভিন্ন মিডিয়ায় চাঞ্চল্যকরভাবে এই ব্যাংক নিয়ে নিউজ উপস্থাপন করা হচ্ছে। এটা তাদের ভিউ ব্যবসার জন্য। তাদের কথা অসত্য এটা বলছি না, তবে তারা অতিরঞ্জিত করে নিউজ উপস্থাপন করে, আতঙ্ক ছড়ায়; অনেক সময় সব সত্য বলেও না। আপনারা সশরীরে ব্যাংকে যান, দেখবেন কোন আতঙ্ক নেই; সব স্বাভাবিক চলছে। আশার কথা হলো, নতুন সরকার আসার পর এই ব্যাংকের উপর গ্রাহকদের আস্তা অনেক বেশি বেড়ে গেছে। এখন প্রতিদিনই আগের দিনের চেয়ে আমানত বাড়ছে। এভাবে চললে ইসলামী ব্যাংক-কে কেউ দাবীয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ।
প্রিয় গ্রাহক, লেনদেন যখন করবেন, সেরা ব্যাংকেই করুন। এখানে দ্বীনও পাবেন, দুনিয়াও পাবেন।