আব্দুল কাদির || শিবপুর প্রতিনিধি
আজ ৮ সেপ্টেম্বর নরসিংদী শিবপুর কলেজ গেইট বিদ্যুৎ এর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
বিকাল ৩:৩০ মিনিট এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়। মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী অফিসার এর নিকট জনতার দাবি জানায়,পরে ছাত্র জনতা বিদ্যুৎ অফিসে ডিজিএম এর সাথে কথা বলতে চাইলে ডিজিএম প্রথমে সাক্ষাৎ না করে অফিস বন্ধ করে দেয়। পরে ছাত্র জনতা বিদ্যুৎ অফিস ঘেরাও করে। কঠিন বাস্তবতা দেখ বিদ্যুৎ অফিসের ডিজিএম ছাত্র জনতার সাথে কথা বলেন তিনি আগের ব্যবহারের জন্য ক্ষমা চান। রাতে ৭০% বিদ্যুৎ দেওয়া চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। এছাড়াও তিনি বলেন, আগামী ৭ দিনের ভিতর সমস্যা দূর করবেন অন্যথায় নিজ থেকে তিনি পদত্যাগ করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।