কোন মতবিরোধ নয় এক দফা দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে,তা হলো বাংলাদেশে দ্বীনের বিজয় – ডক্টর সামিউল হক ফারুকী
জেলা প্রতিনিধি || দিগন্ত প্রতিদিন
২১ সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ৯ টায় বাংলাদেশ শিশু একাডেমী নরসিংদীতে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড. সামিউল হক ফারুকী,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম পৃথিবীর সকল মানুষের কল্যাণের জন্য আল্লাহ তা’আলা প্রেরণ করেছেন। আমাদের মাঝে মতভেদ থাকতে পারে, চিন্তার অনৈক্য থাকতে পারে, কিন্তু বিচ্ছিন্ন হওয়া যাবে না।
আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে সঙ্ঘবদ্ধভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না।
দ্বীন কায়েমের আন্দোলনে আমরা সবাই এক। সেজন্য আমাদের এক দফা দাবি বাংলাদেশে দ্বীনের বিজয়।এই এক দফা দাবিতে আমাদের ঐক্য করতে হবে।
তিনি মসজিদের ইমামদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মসজিদে ইমামতির পাশাপাশি সমাজের মানুষের সুখ দুখে অংশগ্রহণ করতে হবে।
সবশেষে তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য সকল আলেমদেরকে ঐক্যবদ্ধভাবে জন্য আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডঃ মাওলানা খলিলুর রহমান মাদানী, সেক্রেটারি কেন্দ্রীয় কমিটি ওলামা মাশায়েখ পরিষদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী। সম্মেলনে বক্তব্য রাখেন,নরসিংদী জেলা আমীর মাওলানা মোসলেহ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী।নরসিংদী জেলা সেক্রেটারি, মাওলানা আমজাদ হোসাইন।আরো বক্তব্য রাখেন, নরসিংদী জেলা সহকারী সেক্রেটারি মকবুল হোসেন, সদর আমীর মাহফুজুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সম্মেলনের সভাপতিত্ব করেন, মাওলানা আব্দুল লতিফ খান, নরসিংদী জেলা সভাপতি ওলামা মাশায়েখ পরিষদ।
সর্বশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয় মোনাজাত পরিচালনা করেন,মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী।