অনলাইন ডেস্ক || দিগন্ত প্রতিদিন
সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা,আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে সামনে আনা হয়েছে। এটা সাংগঠনিক পলিসির অংশ। এই বিষয়কে কেন্দ্র করে শাখা পর্যায়ে সাবেক ও বর্তমান জনশক্তিদের অনেকে আমাদের হাইড জনশক্তিদের তথ্য প্রকাশ করা শুরু করেছে। যা আমাদের সংগঠনের জন্য দীর্ঘমেয়াদে ভালো হবে না। সংগঠন কারও বিষয়ে সিদ্ধান্ত নিলেই শুধুমাত্র তিনি সামনে আসবেন।
এ জাতীয় কার্যক্রম থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে। সাবেক ভাইদেরকেও এ জাতীয় কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বান করা দরকার।
বিশেষ দ্রষ্টব্য : আমাদের সাইড অর্গানাইজেশনসমূহ পূর্বের পলিসির আলোকেই পরিচালিত হবে।
মহান রব আমাদের হিকমত ও প্রজ্ঞার সাথে দ্বীন কায়েমের কাজে আঞ্জাম দেওয়ার তাওফিক দান করুন। (আমিন)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।