আব্দুল কাদির || শিবপুর প্রতিনিধি
বৃটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজের প্রভাষক ড.ড্যাবিড জ্যাকসন। কাজ করেন রাজনীতি নিয়ে। বাংলাদেশের রাজনীতিতেও তার গবেষণার আগ্রহ রয়েছে ।ব্রিটিশ সরকারের অর্থায়নের সুজন একটি প্রজেক্ট বাস্তবায়ন করছে ।এই প্রজেক্টে ব্রিটিশ সরকারের অংশীজন হিসাবে এসেছেন ড.ড্যাবিড জ্যাকসন বাংলাদেশের রাজনীতি ,২৪ এর গণহত্যা, ছাত্রজনতার আন্দোলন ও আগামীর বাংলাদেশ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। একজন গবেষক হিসেবে ১০ দিনের জন্য ঢাকায় এসেছেন তিনি।বেশ কয়েকটি জেলা সফর করছেন রাজনীতি সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডার ,সামাজিক সংগঠন ও সুশীল সমাজের সাথে খোলামেলা মতবিনিময় করছেন । এরই অংশ হিসেবে নরসিংদীতে স্থানীয় একটি হোটেলে কথা হয় নরসিংদী জেলা জামায়াত নেতৃবৃন্দের সাথে। প্রজেক্টেড কোশ্চেনস ও অন্যান্য বিষয়ে খোলামেলা কথা হয়।চমৎকার বুদ্ধি সম্পন্ন ব্রিটিশ এ ভদ্রলোক ইতোমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক গতিধারা, রিজিম ,পালাবদল ও মানুষের প্রত্যাশা সহ কিভাবে তারা এখানে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে বেশ খোলামেলা আলোচনা হয়।এসময় জামায়াতের নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহুদ্দীন,জেলা সেক্রেটারী মাওলানা আমজাদ হোসাইন ,সহকারি সেক্রেটারী মকবুল হোসেন, প্রচার সেক্রেটারী মাহফুজ ভূইয়া ও যুব বিভাগের সেক্রেটারী আজিজুর রহমান উপস্থিত ছিলেন।