ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শিবপুরে সাবেক ভাইস চেয়ারম্যান নিপুণ খানসহ ৬ জন গ্রেফতার || দিগন্ত প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি || শিবপুর
অক্টোবর ২, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি || শিবপুর 

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইফতেখার উদ্দিন খান নিপুণকে (৫০) গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। ১ অক্টোবর মঙ্গলবার রাত ১টায় উপজেলা সদরের নিজ বাসা হতে তাকে গ্রেপ্তার করা হয়। ইফতেখার উদ্দিন খান নিপুণ শিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

এদিকে একই রাতে একই মামলায় শিবপুর থেকে আরো ৫ জনকে আটক করা হয়েছে। এরা হলেন শিবপুর উপজেলার বাজনাব গ্রামের দরবেশ আলী মোল্লার ছেলে গোলজার হোসেন মোল্লা, একই গ্রামের আবুল হাসেমের ছেলে শেখ বিল্লাল হোসেন, আশ্রাবপুর গ্রামের ইদ্রিস আলীর দুই ছেলে জিল্লুর রহমান, মোজাম্মেল হোসেন, কারারচর গ্রামের নাজির আহমেদের ছেলে আবুল বাশার। বুধবার বিকেলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় এক শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: