নিজস্ব প্রতিনিধি || দিগন্ত প্রতিদিন
আজ ১৪ই ডিসেম্বর সকাল ৯ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নরসিংদী জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য নরসিংদী জেলার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হন শামসুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি আব্দুর রশিদ হাসেমী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট আলমগীর হোসেন বলেন,নরসিংদীতে প্রায় ৮০ থেকে ৮৫ পার্সেন্ট শ্রমজীবী মানুষ। শ্রমিকদের সকল সমস্যার সমাধানের জন্য কাজ করতে হবে এবং নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। ১৯৪৯ সালে চীনের বিপ্লব, ১৯৭৯ সালে ইরানের বিপ্লব, রাশিয়ার বিপ্লব, বাংলাদেশের ইতিহাসে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের আন্দোলনে শ্রমজীবী মানুষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। দুঃখজনক হলেও সত্য,এখনও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বরণ শ্রমিকদের কাজে লাগিয়ে একশ্রেণীর মানুষ ফায়দা নিয়েছে।
এছাড়া ও তিনি বলেন,বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু এদের ধূসরা এখনো রয়েছে। ব্যক্তির হিসেবে কারোর উপরে আমাদের রাগ নেই। কিন্তু বিগত ১৫ বছরে আওয়ামী লীগ যত অপকর্ম করেছে বর্তমানে যে ট্রাইবুনাল গঠন করা হয়েছে এই ট্রাইবুনালের কাছে ন্যায়বিচার আশা করছি।
উক্ত সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মুসলেহ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেডারেশন এর অঞ্চল পরিচালক নুরুল আমিন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন-ফেডারেশনের নরসিংদী জেলার উপদেষ্টা এবং পলাশ উপজেলার সংসদ সদস্য প্রার্থী)।এস এম শাহজাহান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নরসিংদী জেলার তদারককারী।
সমাপনী বক্তব্য রাখেন, নরসিংদী জেলার নবনির্বাচিত সভাপতি শামসুল ইসলাম তালুকদার।