আবদুল কাদির মৃধা || শিবপুর প্রতিনিধি
আজ ১৯ই ডিসেম্বর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শিবপুর উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য শিবপুর উপজেলার ২২ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। উপজেলা সভাপতি হিসেবে নির্বাচিত হন জাকারিয়া ভূইয়া, সহ-সভাপতি ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক মু.জসিম উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নরসিংদী জেলা সভাপতি শামসুল ইসলাম তালুকদার বলেন,শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করতে চাইলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন জরুরী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,শিবপুর উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও জামায়াতের উপজেলা আমীর মোস্তাফিজুর রহমান কাওসার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান,সেক্রেটারি শিবপুর উপজেলা,বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিবপুর উপজেলার তদারককারী অধ্যাপক আব্দুর রহমান ভূইয়া।
সমাপনী বক্তব্য রাখেন, শিবপুর উপজেলার নবনির্বাচিত সভাপতি জাকারিয়া ভূইয়া।