ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অপরিহার্য সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত- এহসানুল মাহবুব জুবায়ের

এইচ আর অনিক || জেলা বিশেষ প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

এইচ আর অনিক || জেলা বিশেষ প্রতিনিধি

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেলারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, অপরিহার্য সংস্কার শেষে এ বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে নির্বাচন চায় জামায়াত। স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হওয়ার প্রায় ৬ মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে। এই মুহুর্তে সবার মধ্যে ঐক্য হচ্ছে বড় দাবি। দেশবাসী কারও মধ্যে বিভাজন দেখতে চায় না। এ বিষয়ে জাতীয় পর্যায়ে যারা দায়িত্বে আছে, তারা সচেতন আছে। পরস্পর বিরোধী বক্তব্য দিলেও কেউ পরস্পরের শত্রুতে পরিণত হয়ে যাবে না, স্বৈরাচার ফিরে আসার রাস্তা তৈরী করে দিবে না। আমরা সবাইকে আহবান জানাচ্ছি সবাই যেন সাবধানতার সাথে বক্তব্য উপস্থাপন করেন যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়।

আজ শনিবার দুপুরে নরসিংদী শহরের ইউ.এম.সি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে কোন দ্বিধা দ্বন্দ্ব নেই। সকলেই দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল মন্তব্য করবেন ।জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এ বিষয়ে সচেতন আছেন।

নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহুদ্দিনের সভাপতিত্বে, সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আ.ফ.ম আব্দুস সাত্তার, নারায়ণগঞ্জ মহানগর আমীর আব্দুল জব্বার।

 এ সময় জেলার বিভিন্ন ওয়ার্ড শাখার সভাপতি ও সেক্রেটারীসহ প্রায় দুই হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: