ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের নিবন্ধন ফেরত ও এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ || দিগন্ত প্রতিদিন

digantapratidin.com https://www.digantapratidin.com/
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এর মুক্তি এবং জামায়াতের নিবন্ধন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত রাজপথে থাকার কঠোর হুঁশিয়ারি জামায়াতের।
এইচ আর অনিক || বিশেষ প্রতিনিধি,নরসিংদী

মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও নিবন্ধন ফেরতের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
আজ বিকাল ৫.০০ টায় নরসিংদী শহরের শিক্ষা চত্বর মোড় থেকে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শুরু হয়। সমাবেশ শেষে শিক্ষা চত্বর থেকে মিছিল শুরু করে সদর উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা মুসলেহুদ্দীন।
সদর আমীর মাহফুজ ভূইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন,ওলামা বিভাগের সভাপতি জাতীয় পুরস্কারপ্রাপ্ত আলেম মাওলানা আব্দুল লতিফ,
প্রচার ও মিডিয়া সেক্রেটারি আমীরুল ইসলাম আমীর, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ সভাপতি আব্দুর রশিদ হাসেমী ও শহর আমীর আজিজুর রহমান প্রমুখ।
নেতৃবৃন্দ অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে আহবান জানায়।
জেলা সেক্রেটারি আমজাদ হোসাইন বলেন ভুয়া রাজনৈতিক মামলা সাজিয়ে ১৩ টি বছর কারাগারে বন্দি রাখা হয়েছে। ফরমায়েশি রায়ে এটিএম আজহারুল ইসলাম বিনা অপরাধে অভিযুক্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সরকারের নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়া মুক্তি পেতে পারলে এটিএম আজহারুল ইসলাম কেন মুক্তি পাবেন না বলে এই প্রশ্ন রাখেন জামায়াতের এই নেতা। তিনি আরো মৃত্যুদন্ড প্রাপ্ত ও যাবত জীবন সশ্রম কারাদণ্ডের আসামীরা বের হতে এটিএম আজহারুল ইসলাম কেন মুক্তি দেয়া হচ্ছে না। বারবার শুনানি পিছানো হচ্ছে বিচারের নামে এই তামাশা রুখে দিবে জনগণ বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।
জেলা জামায়াতের আমীর মাওলানা মুসলেহুদ্দীন বলেন এটিএম আজহারুল ইসলামের মুক্তি শুধু জামায়াতের দাবী গোটা বাংলাদেশ তার মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।সরকার ইচ্ছে করে তার মুক্তির ব্যবস্থা করছে না।সরকার জামায়াত নেতার মুক্তি নিয়ে যদি ছলচাতুরীর পথ বেছে নেন তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন।প্রতাপশালী আওয়ামী ফ্যাসিস্টদের যেভাবে টেনেহিঁচড়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে তেমনি এই সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী বিচারকদের বরদাশত করবেনা এদেশের জনগণ। আমরা আজহার ভাইয়ের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফেরত পেতে সরকারকে আহবান জানাচ্ছি। রাষ্ট্রের বিবেককে আমরা শ্রদ্ধা করি তাদের উপরে ছেড়ে দিলাম যদি এ ব্যাপারে টালবাহানা করা হয় তাহলে জামায়াত নেতৃবৃন্দ এ রায় আদায় না করে ঘরে ফিরবে না।আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কাজেই আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না।
সমাবেশ ও মিছিল শেষে নেতৃবৃন্দ দলের নিবন্ধন ফেরত ও এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে বিভিন্ন স্লোগান দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: