বিশেষ প্রতিনিধি, নরসিংদী
আজ শনিবার (৮ই মার্চ) নরসিংদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সম্মানে নরসিংদী প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও নরসিংদী জেলা আমীর মাওলানা মোছলেহুদ্দীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসের সূরার অন্যতম সদস্য নরসিংদী জেলা সেক্রেটারি ও পলাশ উপজেলার সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ আমজাদ হোসাইন।
এছাড়াও জেলা সহকারী সেক্রেটারি মকবুল হোসেন ও জাহাঙ্গীর আলম,নরসিংদী সদর আমীর মাহফুজুর রহমান ভূইয়া, শহর আমীর আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল লতিফ,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নরসিংদী জেলার সভাপতি, শামসুল ইসলাম তালুকদার, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলামসহ অন্যান্য গণমাধ্যম কর্মীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আমিরুল ইসলাম আমীর।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। সবশেষে জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।