• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১০
সর্বশেষ :
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন। গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ও নব যোগদানকৃত অফিসারের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

আশাশুনিতে আধা-নিবিড় পদ্ধতিতে মাছ চাষের ভদ্রকান্ত সরকারের সফলতার গল্প

নিজস্ব প্রতিনিধি / ৩৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ঝাটিকাটা গ্রামের ভদ্রকান্ত সরকার ছোটবেলা থেকেই মাছ চাষে আগ্রহী ছিলেন। জমি ছিল, পরিশ্রম করার মানসিকতা ছিল, স্বপ্নও ছিল—কিন্তু ঘাটতি ছিল সঠিক পদ্ধতি আর প্রয়োজনীয় সরঞ্জামের। তাই যতই চেষ্টা করতেন, ঘেরে মাছ ঠিকমতো বাঁচত না। কখনো অক্সিজেন কমে যেত, কখনো রোগ দেখা দিত, আবার কখনো উৎপাদন খরচই উঠত না। একসময় মনে হচ্ছিল, মাছ চাষ হয়তো তার পক্ষে সম্ভব নয়।

 

এই কঠিন সময়েই সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর R.M.T.P প্রকল্প এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ইফাদ ও ড্যানিডার অর্থায়নে তিনি আধা-নিবিড় পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণ পান। প্রশিক্ষণের পাশাপাশি তিনি পান ৫০ হাজার টাকার অনুদান। সেখান থেকেই তার জীবনে শুরু হয় সত্যিকারের পরিবর্তন।

 

অনুদানের টাকা দিয়ে তিনি একটি এয়ারেটর মেশিন কিনলেন—যা ঘেরে নিয়মিত অক্সিজেন সরবরাহ করে এবং মাছকে রোগ-ঝুঁকি থেকে রক্ষা করে।

 

এয়ারেটর চালুর পর ফলাফল দেখতে সময় লাগেনি। যে ঘেরে আগে মাছ টিকে থাকতে পারত না, সেই ঘেরের পানি এখন স্বচ্ছ, মাছগুলো আরও চঞ্চল, আর বৃদ্ধিও দ্রুত। কয়েক সপ্তাহের মধ্যেই তার ঘেরের অবস্থা পুরোপুরি বদলে যায়।

 

আগে যেখানে প্রায় ৫০ হাজার টাকা খরচ করে তিনি মাত্র পাঁচ হাজার টাকা লাভ পেতেন, এখন একই জায়গায় ৭০ হাজার টাকা খরচ করে ২০ হাজার টাকার বেশি লাভ করতে পারেন। শুধু লাভই বাড়েনি—মাছের মৃত্যু কমেছে, খাদ্য ব্যয় নিয়ন্ত্রণে এসেছে আর উৎপাদন বেড়েছে প্রায় দ্বিগুণ।

 

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তার আত্মবিশ্বাসে। যে মানুষটি কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তিনি এখন ঘের বাড়ানোর পরিকল্পনা করছেন, নতুন প্রযুক্তি শেখার আগ্রহ তৈরি হয়েছে, আর পরিবারকে আরও নিরাপদ জীবন দেওয়ার স্বপ্ন দেখছেন।

 

ভদ্রকান্ত সরকার বলেন— “সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের R.M.T.P প্রকল্প এবং পিকেএসএফ, ইফাদ ও ড্যানিডা আমাকে শুধু অনুদান দেয়নি, দিয়েছে এগিয়ে যাওয়ার পথ। এই সহায়তা আমি কখনো ভুলব না।”

 

এখন তার সাফল্যের গল্প ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। যারা ঘেরপাড় দিয়ে হাঁটেন, সবাই তার গল্প শোনেন। গ্রামের অন্য চাষিরা তার কাছে পরামর্শ নিতে আসেন। নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে তিনি এখন তাদেরও উৎসাহ দেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com