• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩
সর্বশেষ :
তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন।

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং রিডিং সহকারী শ্যামলীর বিরুদ্ধে অসৎ আচরণ অনিয়ম ও দু র্নী তির অভি যো গ

খুলনা সংবাদদাতা / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং রিডিংসহকারী শ্যামলী রায় এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয় গেছে। গ্রাহকরা অভিযোগ করে বলেন খুলনা বিলিং রিডিং শ্যামলী রায়ের‌ নিকট বিল‌ সম্পর্কে জানতে গেলে সে খারাপ আচরণ করেন।

 

গ্রাহক মাহতাব হোসেন জানান শ্যামলী কাছে বিলের জন্য গেলে সে ১৬হাত ছাতির কুড়া দেখিয়ে ‌৩শত টাকা অবৈধ ভাবে বিলের ম্যাধমে কর্তন করে নিলেন।

 

বিগত সময়ের চেয়ে এ মাসে প্রায় দুই থেকে তিন গুণ বেশি বিল করে গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়েছে। খরচ করা ইউনিটের চেয়ে অতিরিক্ত মিটার রিডিং করায় এ ভৌতিক হয়েছে জানিয়ে গ্রাহকরা জানান, এ বিল ঠিক করার কথা থাকলেও তা এখনও করা হয়নি।

 

এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মিটার সহ আনুষঙ্গিক সমস্ত খরচ গ্রাহকদের কাছ থেকে আদায় করে যাচ্ছে স্থানীয় পল্লি বিদ্যুৎ সমিতি। বিভিন্ন অযুহাতে লোডশেডিংও লেগেই থাকছে। এই শ্যামলীর বাবা, ও স্বামী আওয়ামীলীগের নেতা থাকার কারণে বিশেষ ব্যবস্থায় চাকরি হয় তার।

 

এব্যাপারে বিলিং রিডিং সহকারী শ্যামলী রায়ের নিকট এ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান আমি সঠিক ভাবে কাজ করি , আমার পিছনে লেগে কোন লাভ নেই। আমার উপরে লোক আছে,আমার আপনারা কিছু করতে পারবেন না।
এ ব্যাপারে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাংবাদিকদের বলেন, আমি অভিযোগ পেলে তদন্ত করে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com