• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬
সর্বশেষ :
তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন।

গোবরদাড়ীর মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

জিএম আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী গ্রামের একটি মৎস্য ঘেরের ভেড়ি বাঁধ নিয়ে বিরোধের জের ধরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ হাসিবুল হাসান মিম(৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ইয়াসিন আলী সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

সরেজমিনে ভুক্তভোগীসহ এলাকাবাসী জানিয়েছেন, ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী সর্বকাশেমপুর গ্রামের তামজিদ হোসেনের পুত্র ইয়াসিন আলী (৩০) কতৃক ২ বিঘা জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে হরিনা ও গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল। সম্প্রতি ওই মৎস্য ঘেরের ভেড়ি বাঁধ নিয়ে পাশ্ববর্তী মৃত মকবুলার রহমান ওরফে মজনু সরদারের পুত্র হাসিবুল হাসান মিমের সাথে ভুক্তভোগী ইয়াসিন আলীর বিরোধ সৃষ্টি হয়।

 

উক্ত বিরোধের জের ধরে গত ২৭ জুলাই রবিবার দিবাগত রাতে হাসিবুল হাসান মিম ওই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে।প্রতিদিনের ন্যায় সোমবার সকালে ভুক্তভোগী ইয়াসিন আলী ঘেরে মাছ ধরতে গিয়ে বিষ প্রয়োগের বিষয়টি জানতে পারে। প্রসঙ্গত: এর ২দিন পূর্বে ওই মৎস্য ঘেরের ভেড়ি বাঁধ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায় হাসিবুল হাসান মিম ইয়াসিন আলীকে মারধর ও তার পিতা তামজিদ হোসেনের অন্ডকোষ টিপে ধরে মারাত্মক আঘাত করে। এসময় সে ওই মৎস্য ঘেরে কিভাবে মাছ চাষ করে তা দেখে নেওয়ার হুমকি প্রদর্শন করে। এরই পরিপ্রেক্ষিতে ওই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে ভুক্তভোগী ইয়াসিন আলীসহ স্থানীয়রা এ প্রতিনিধিকে জানিয়েছেন।

 

অপরদিকে হাসিবুল হাসান মিমের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করে এব্যাপারে কিছুই জানেন না বলে জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com