• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪
সর্বশেষ :
তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন।

ডুমুরিয়ায় রক্তরাঙা শিমুল ফুলে ছেয়ে গেছে প্রকৃতি

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ১১৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫

খুলনার ডুমুরিয়ায় রক্তরাঙা শিমুল ফুলে ছেয়ে গেছে প্রকৃতি। প্রস্ফুটিত শিমুল ফুলের অপরুপ দৃশ্য জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। শিমুল ফুলের লাল রংয়ে প্রকৃতি সেজেছে এক অন্যরকম সাজে। যেন প্রকৃতিতে রংয়ের খেলা চলছে।

 

ঋতুরাজ বসন্তেখুলনার ডুমুরিয়া উপজেলায় প্রকৃতিকে রাঙিয়ে ফুটছে শিমুল ফুল। রক্ত লাল শিমুল ফুলে প্রকৃতির সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। যেদিকে দুচোখ যায় সেদিকেই চোখে পড়ে লাল রঙের আভা।

 

যদিও আগের মত শিমুল গাছ আর নেই। তবুও উপজেলার গ্রাম বাংলার মেঠো পথের ধারে, ভিটা বাড়ির পতিত জমিতে দেখা মিলছে রক্ত লাল শিমুল ফুল। লাল ফুল আর কোকিলের কুহু কুহু ডাক মনে করিয়ে দেয় বসন্তের আগমনী বার্তা।
সরেজমিন ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের গোনালী গ্রামে জোনাব আলী শেখ বাড়িতে গিয়ে দেখা গেছে, প্রতিটি গাছে ফোটা রক্তরাঙা শিমুল ফুলে ছেয়ে গেছে পুরো এলাকা। যেদিকে চোখ যায় শিমুলের রক্তিম আভায় চোখ আটকে যায়। শিমুল ফুলে মৌমাছির গুনগুন শব্দ ও উড়োউড়ি প্রকৃতিতে অন্যরকম এক আবহ তৈরি করেছে। অনেক প্রকৃতিপ্রেমীরা শিমুল ফুলকে ভালোবেসে সেলফি তুলছে।

 

কালের বিবর্তনে আর আধুনিকতার ছোয়ায় গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে রক্তরাঙা এসব শিমুল গাছ। প্রতিনিয়ত বিলুপ্ত হয়ে যাচ্ছে শিমুল গাছ। সেই সাথে কমেছে মনোমুগ্ধকর শিমুল ফুল। তবুও শিমুল ফুলের প্রতি মানুষের অন্যরকম ভালোবাসা। স্থানীয় বীরকামট খালী দক্ষিণ বাজারের পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, শিমুল ফুলের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। সত্যিই প্রকৃতিকে যেন নতুন রূপ দিয়েছে রক্তরাঙা শিমুল ফুল।

 

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, শিমুল ফুল প্রকৃতির সৌন্দর্যবর্ধক একটি ফুল। শিমুল ফুল না ফুটলে যেন বসন্তই মনে হয় না। বসন্ত এলেই চলে আসে শিমুল ফুলের কথা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com