• বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬
সর্বশেষ :
তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন।

তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার

এস এম শামীম, সাতক্ষীরা প্রতিনিধি / ১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার

এস এম শামীম, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় একটি আম বাগান থেকে আলাউদ্দিন (৪৮) আলা শেখ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হরিশচন্দ্রকাটি গ্রামের মৃত আনসার শেখের ছেলে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রামের জনৈক গফুর মোল্লার আম বাগান থেকে মরদেহটি উদ্ধার কর হয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে জনৈক গফুর মোল্লার আম বাগানের একটি আম গাছের নিচে আলাউদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহতের পাশে একটি ব্যাগ, লাঠি, গামছা, জুতা দেখা গেছে। এছাড়া তার গলায় দাগের চিহ্ন দেখা গেছে। তিনি খুব ভালোমানুষ ছিলেন। এ গ্রামে তার কোনো শত্রু নেই।
তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করল বুঝতে পারছেন না তারা।নিহতের স্ত্রী ইসমতারা জানান, তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। পরে সকালে ছাগল চরাতে এসে মরদেহটি গফুর মোল্লা নামের এক ব্যক্তি আম বাগানে পড়ে থাকতে দেখেন।
হরিচন্দ্রকাটি গ্রামের বাসিন্দা আবু বক্কর মোড়ল বলেন, ‘আলাউদ্দিন গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। তার হাতে সব সময় একটি লাঠি ও একটি ব্যাগ থাকত। বিভিন্ন সময় মানুষের ছোটখাটো কাজে সহযোগিতা করতেন এবং পাঁচ টাকার বেশি নিতেন না। সকালে বাজার থেকে খবর পেয়ে এসে আম বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন । তবে গলায় দাগ থাকার বিষয়টি রহস্যজনক। তালা থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com