• বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪
সর্বশেষ :
ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন। গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ও নব যোগদানকৃত অফিসারের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন

দেবহাটায় এতিমখানা ও মাদ্রাসার ৪র্থ বছর পূর্তি ও ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২০১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
Oplus_131072

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার ৪ বছর পূর্তি উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন* অনুষ্ঠিত হয়েছে।

 

গত ১৬ আগস্ট ২০২৪, শনিবার দুপুরে আয়োজিত এই আয়োজনে উক্ত মাদ্রাসার আবাসিক ব্যবস্থার উন্নয়নে ৩ তলা ভবনের ভিত্তিপ্রস্তর* উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সখিপুর ইউনিয়নের সফল সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুদ্দিন ময়না।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার সহকারী সেক্রেটারী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ অলিউল ইসলাম।

 

 

অনুষ্ঠান শেষে ‘মঈন আদ্-দ্বীন সোসাইটি’-এর উদ্যোগে ও সহযোগিতায় সাধারণ মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

 

বক্তারা বলেন, মাদ্রাসার ৪ বছরের অগ্রগতি অত্যন্ত প্রশংসনীয়। নতুন ভবনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি উন্নত পরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি গাছের চারা বিতরণ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য আয়োজন ও অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com