• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪১
সর্বশেষ :
তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন।

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে রুহুল হক এমপির অংশগ্রহণ

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১৬৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে রুহুল হক এমপির অংশগ্রহণ

দেবহাটা উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে রুহুল হক এমপি অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার ৩০ জুলাই, ২৪ ইং সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক।

 

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। প্রধান অতিথি রুহুল হক এসময় বর্তমানে দেশের বিরাজমান পরিস্থিতি উত্তরনে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, আজকের যুবকেরাই আগামী দিনের ভবিষ্যৎ।

 

আমাদের সেই ভবিষ্যৎ প্রজন্মকে একটি চক্র ভুল বুঝিয়ে দেশকে অস্থিতিশীল করতে অপপ্রয়াস চালাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীনতার স্বপক্ষের সরকার, সরকার যে উন্নয়ন কাজ করছে দেশকে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত করতে কাজ করছে সেটা যাদের সহ্য হয়না তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সেইসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার আহবান জানান। রুহুল হক দেবহাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলকে ধন্যবাদ জানান। সাথে সাথে কেউ যেন কোন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য প্রশাসনকে নির্দেশনা দেন।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার প্রমুখ। পরে প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার ও বনবিভাগের আয়োজনে বিভিন্ন গাছের চারা বিতরন করেন। এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে ২টি গাছের চারা রোপন করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com