• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৩
সর্বশেষ :
তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন।

দেবহাটা সাহিত্য পরিষদ ও শিল্পকলা একাডেমির আয়োজনে ইউএনওর বিদায়ী সংবর্ধনা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

দেবহাটা সাহিত্য পরিষদ ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান’কে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

 

১ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টায় দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ইছামতি পিকনিক স্পট মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শিল্পকলা একাডেমী শিক্ষক মো. আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানের সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহটা উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসের মো. আসাদুজ্জামান। অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার, দেবহাটা উপজেলা মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, উপজেলা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম, শিল্পকলা একাডেমীর কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সাহিত্য পরিষদের সহ-সভাপতি সহযোগী অধ্যাপক মো. বাহাউদ্দীন প্রমুখ।

 

আলোচনা পরবর্তীতে আবৃত্তি ও এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীদের পাশাপাশি আবৃত্তি ও সংগীত পরিবেশন করে সবাইকে আনন্দ দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

 

এছাড়া আবৃত্তি করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার, মো. বাহাউদ্দিন ও সাংবাদিক আমিরুল ইসলাম। সংগীত পরিবেশন করেন অতিথি শিল্পীদের মধ্যে শিশু শিল্পী শ্রেয়া দাশ, দীপান্বিতা দাশ, প্রেমা অধিকারী ও পিয়ন অধিকারী। এছাড়া প্রফেশনাল শিল্পী পরিতোষ সরকার, সুজিত কুমার বাউল, অধীর কুমার গাইন, মোবারক আলী, মোক্তার আলী, আব্দুল আজিজ ও মেহেদী হাসান কাজল।

 

অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনওকে একাডেমি ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে কিছু উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com