• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১১
সর্বশেষ :
ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন। গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ও নব যোগদানকৃত অফিসারের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন

মাগুরা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভা

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৯৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তালা উপজেলা মাগুরা ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ডে এক পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ) বিকাল ৫ টায় মাদরা হাইস্কুল মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহ।

 

তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশ ও মানুষের কল্যাণে একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই জামায়াতের প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি জনগণের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। গরীব-দুঃখী, কৃষক-শ্রমিক ও মেহনতী মানুষের পাশে থেকে তাদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠা করাই হবে আমার কাজ।”

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, মাগুরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান এবং সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অমুসলিম শাখা মাদরা ওয়ার্ড সভাপতি বাবু পরিতোষ মন্ডল।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জামায়াত সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাস করে। আমরা সবাই মিলে তালা-কলারোয়ায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই।”

 

সভা পরিচালনা করেন মাগুরাডাঙ্গা ওয়ার্ড সভাপতি মাওলানা সাইফুল্লাহ খান।

 

অনুষ্ঠানে ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ, তরুণ ভোটার এবং সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে পথসভাকে সফল করে তোলে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্থানীয় অমুসলিমদের মাঝে ছাগল বিতরন করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com