• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩
সর্বশেষ :
খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন। গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ও নব যোগদানকৃত অফিসারের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা

মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়া হবে?

প্রতিনিধি: / ৪৯৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : মালদ্বীপ থেকে কি ভারতীয় সৈন্য সরিয়ে নেওয়া হবে? এই বিষয়টি নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুদেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বলা হয়েছে, দেশ দুটো পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানে ঐকমত্যে পৌঁছেছে। যদিও সৈন্য প্রত্যাহারের বিষয়টি এখানে উল্লেখ করা হয়নি। অন্যদিকে মালদ্বীপের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামী মে মাসের মধ্যে ভারতীয় সৈন্য প্রত্যাহার হবে। খবর এনডিটিভির। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে দুপক্ষ অংশীদারত্ব জোরদার করতে আরও বৃহত্তর পরিধিতে সহযোগিতার বন্ধন জোরদারের বিষয়ে আলোচনা করেছে। আলোচনায় চলতে থাকা উন্নয়ন সহযোগিতার প্রকল্পগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানায়, দুপক্ষ মালদ্বীপের জনগণকে মানবিক ও চিকিৎসা সহায়তা প্রদান করে এমন কাজে জড়িত ভারতীয় বিমান চলাচল প্লাটফর্মের কাজ চালিয়ে যেতে পারস্পরিকভাবে একটি কার্যকর সমাধানের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। দ্বীপপুঞ্জের দেশ মালদ্বীপের বিশাল জলসীমায় বিমান থেকে টহল কাজের জন্য মেডিকেল স্টাফসহ ৮০ জন ভারতীয় সৈন্য অবস্থান করছে। এদিকে, মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে জানায়, দুপক্ষ সম্মত হয়েছে, আগামী ১০ মার্চের মধ্যে ভারতীয় বিমান চলাচল প্লাটফর্মের একটি দলকে ভারত প্রত্যাহার করে নেবে। এ ছাড়া বাকি দুটো দলকেও আগামী ১০ মে’র মধ্যে ফিরিয়ে নেবে ভারত। গত ডিসেম্বরে দুবাইয়ে কপ-২৮ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মইজ্জুর মধ্যে বৈঠকের পর দুপক্ষ এ বিষয়ে একটি ‘কোর গ্রুপ’ গঠনের সিদ্ধান্ত নেয়। গত নভেম্বরে মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে দেশটির ক্ষমতায় আসেন মোহামেদ মইজ্জু। নয়াদিল্লি ভারত মহাসাগরের দ্বীপদেশটিকে নিজেদের প্রভাব বলয়ের অংশ বিবেচনা করলেও মালদ্বীপ চীনের বলয়ে প্রবেশ করছে। চীন এখন দেশটির সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার। এ বছরের জানুয়ারিতে চীন সফর করে এসে প্রেসিডেন্ট মইজ্জু ভারতেকে তাদের সৈন্য আগামী ১৫ মার্চের মধ্যে ফিরিয়ে নিতে বলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com