রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
রাকিবুল ইসলাম সুমন বিশেষ প্রতিনিধি
বাগেরহাট রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন,উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, রামপাল থানা পুলিশ,রামপাল প্রেস ক্লাব সহ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ দানকারী বীর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, বিশেষ প্রার্থনা, বিজয় মেলাসহ নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রসারিত উপজেলা অডিটোরিয়ামে ৭১এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
https://www.kaabait.com