• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৮
সর্বশেষ :
খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন। গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ও নব যোগদানকৃত অফিসারের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা

শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে যুব ধর্মঘট অনুষ্ঠিত

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৭৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের সংকট, সমস্যা ও সম্ভাবনা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের ন্যায্যতার দাবিতে এক ব্যতিক্রমধর্মী যুব ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরার শ্যামনগরে যমুনা নদী সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এই যুব ধর্মঘটের আয়োজন করে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম, এবং সহায়তা প্রদান করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক (BARCIK)।

 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপকূলীয় মানুষের জীবিকা, নিরাপদ আবাসন ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানান। আয়োজকরা বলেন, উপকূলের মানুষ প্রতিনিয়ত লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জীবিকার সংকটে ভুগছে। অথচ এই মানুষদের জন্য যথাযথ রাষ্ট্রীয় পরিকল্পনা ও ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন রয়েছে। যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ধর্মঘটের মাধ্যমে উপকূলের তরুণরা জলবায়ু ন্যায়বিচারের বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিতে চায়।

 

যুব ধর্মঘটে এসএসটির সভাপতি সাইদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বারসিকের কর্মসূচি কর্মকর্তা মারুফ হোসেন মিলন, যুব সংগঠক স,ম ওসমান গনী, এসএসটির সাধারণ সম্পাদক তৃপ্তি বিশ্বাস, কোষাধ্যক্ষ জাহিদ হোসেন।

 

কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং “Climate Justice Now”, “Save the Coast, Save the People” ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে উপকূলীয় জনগণের ন্যায্য দাবির পক্ষে সংহতি প্রকাশ করেন।

 

ধর্মঘটে আরও উপস্থিত ছিলেন এসএসটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সদস্য পল্লবী মন্ডল, মিনাজুল ইসলাম রিয়াজ, বৈশাখী মন্ডল, রুপা মন্ডল, বিথীকা মন্ডল প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com