• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫০
সর্বশেষ :
তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন।

শ্যামনগরে রিজিওনাল ইয়ুথ কপ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৭০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
রিজিওনাল ইয়ুথ কপ শীর্ষক কর্মশালা

সাতক্ষীরা’র শ্যামনগরে ‘’রিজিওনাল ইয়ুথ কপ-২০২৪ এর কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৮ আগস্ট উপজেলা পরিষদের হল রুমে ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ,একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং শরুব যুব টিম এবং জনকল্যাণ সংস্থার সহায়তায় ব্রাইটার্স সোসাইটির সাইদুর রহমান সিয়াম এর সভাপতিত্বে শরুবের নিবার্হী পরিচালক এসএম জান্নাতুল নাঈম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু সাইদ,সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিএম কাদের প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন এ্যাকশন এইড এর মাসুদ পারভেজ অভি,ব্রাইটার্স সোসাইটির ফারিহা সুলতানা অমি সহ বিভিন্ন পর্যায়ের জলবায়ু নিয়ে কাজ করে সদস্য বৃন্দ।
বক্তাগণ বলেন “এই আঞ্চলিক যুব কপ জলবায়ু পরিবর্তনের সমাধান খুঁজছে। যুবক-যুবতীরা তাদের সমস্যা সমাধানের কথা ভাবছে, এটি সত্যিই প্রশংসনীয়। জলবায়ু পরিবর্তনের সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের তাদের প্রয়োজন। আমরা সবাই জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী বিভিন্ন সংকটের সম্মুখীন হচ্ছি। কিন্তু দুঃখজনক সত্য হলো, এখনও পর্যন্ত আমরা এর কোনো টেকসই সমাধান খুঁজে পাইনি। জলবায়ু পরিবর্তন একটি এমন এজেন্ডা যা তরুণদের দ্বারা, তরুণদের জন্য এবং তরুণদের কথা ভেবে তৈরি। এখন সময় এসেছে, তরুণদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার, তাদের কণ্ঠস্বর শোনা এবং এর ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার। আমি মনে করি, তরুণরা সামনের সারিতে থাকলেও তাদের উদ্বেগ নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিফলিত হয় না এবং অনেক সময় উপেক্ষিত থেকে যায়। আমরা কপ-এ যুব কণ্ঠস্বর এবং তাদের সুপারিশগুলিকে প্রতিফলিত করার চেষ্টা করি এবং তাদের ধাপে ধাপে সম্পৃক্ত করি।রিজিওনাল এই ইয়ুথ কপের আগে শ্যামনগর ও কালিগঞ্জ জেলায় ৯টি ফোকাস গ্রুপ ডিসকাশন করা হয় শরুব ইয়ুথ টিম এবং জনকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবীদের মাধ্যমে। বাংলাদেশকে একটি জলবায়ুবান্ধব দেশে রূপান্তর করা যায়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com