• বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯
সর্বশেষ :
রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন। গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ও নব যোগদানকৃত অফিসারের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

বগুড়ায় বিস্তৃর্ণ মাঠজুড়ে আমনের সবুজের সমারোহ

বগুড়া প্রতিনিধি / ১৯০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
মাঠজুড়ে আমনের সবুজের সমারোহ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের ক্ষেতে সবুজের সমারোহ। মাঠে মাঠে বাতাসে সবুজ ধান দুলছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে এ উপজেলায় মোট ১১ হাজার ৭শ’ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে উফসী ১১ হাজার ৪শ’ হেক্টর, হাইব্রিড ৩শ’ হেক্টর। এতে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার ৮শ’ মেট্রিকটন। উপজেলায় একটু বিলম্বে হলেও কৃষকরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই আমন ধানের চারা রোপণ করেছেন।
চারাগুলো এখন বড় হয়ে বিস্তৃর্ণ মাঠজুড়ে সবুজের আকার ধারণ করেছে। মাঠজুড়ে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ।
উপজেলা সদরের পশ্চিম বোরাই গ্রামের কৃষক হাফেজ আব্দুল হালিম, সাজ্জাত হোসেন, রশিদ সরদার, গোবিন্দপুরের আমষট্ট গ্রামের আফজাল হোসেন, মতিয়ার রহমান দেওয়ান জানান, আবহাওয়া অনুকূলে থাকায় সার ও বীজের কোন সংকট না হওয়ায় এবার প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে আমনের বাম্পার ফলন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম জানান, উপজেলায় একটু বিলম্বে হলেও কৃষকরা লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন চাষ করেছেন। সারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফলে উপজেলায় সারের কোন সংকট নেই। এছাড়াও প্রাকৃতিক বড় ধরনের কোন দুর্যোগ না হলে এবার আমনের বাম্পার ফলন হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com