• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯
সর্বশেষ :
তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন।

শ্যামনগরে মিথ্যা মা ম লা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের  সভাপতি মোঃ আব্দুল বারী কর্তৃক মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে এবং সরকারি খাস জমিতে এলাকার যুবকদের খেলার মাঠ দখলমুক্ত রাখার দাবিতে এলাকার যুব সংগঠন টেংরাখালী যুব কল্যান এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
টেংরাখালী যুব কল্যান এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আল মামুন ১১ সেপ্টেম্বর দুপুর ১ টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন- অত্র এলাকা সুন্দরবন সংলগ্ন নিন্ম এলাকা হওয়ায় নদীর জোয়ারের পানিতে সবসময় প্লাবিত হয়। এপ্লাবিত খাস জায়গায় একটি জায়গা এলাকার যুবকরা খেলার মাঠ হিসাবে ব্যবহার করে। এলাকার মানুষ অতি দরিদ্র হওয়ায় মাঠ সংস্কার হয় না।
এলাকার যুব সমাজ মাঠ সংস্কারের উদ্যোগ নিলে উক্ত আব্দুল বারী বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা করে। তিনি আরও বলেন এ মিথ্যা মামলায় আমাদের নাম অর্ন্তভুক্ত করেছে। এ মিথ্যা মামলা করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন বিগত আওয়ামীলীগ সরকারের আমলে উক্ত বারী ডবল মাডার মামলা সহ নাশকতা মামলার বাদী হওয়ায় এলাকার সহজ-সরল, নিরীহ ব্যক্তিদের মামলায় জড়িয়ে মামলা থেকে অব্যহতি দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং মাদার নদীর চর বন্দোবস্থ দেওয়ার কথা বলে ভুল বুঝিয়ে ভূমিহীন ব্যক্তিদের নিকট থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
উক্ত খেলার মাঠ সংস্কার করতে উক্ত যুব সংগঠনের লক্ষাধিক টাকার ব্যয় হয়েছে। উক্ত মাঠটি উক্ত যুব সংগঠনের পক্ষে বহাল থাকে এবং মিথ্যা মামলা থেকে রেহাই পেতে পারি এ লক্ষে সাংবাদিকদের লেখনির মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com