• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬
সর্বশেষ :
খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন। গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ও নব যোগদানকৃত অফিসারের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা

শ্যামনগরে ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন দোকান ও হোটেলে ভ্রা’ম্য’মা’ণ আদালতের অ’ভি’যা’ন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৫৩৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমানের নেতৃত্বে স্মার্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।

 

অভিযান চলাকালে স্মার্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন নথিপত্র, অনুমোদনপত্র ও লাইসেন্স যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি হাসপাতালের পরিবেশ, সেবা প্রদান পদ্ধতি ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। সঠিক কাগজপত্র, অনুমোদন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপস্থিত কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের দল উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক, বাজারের দোকানপাট ও খাবার হোটেলে অভিযান চালায়। এ সময় স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়। বাজারের বেশ কয়েকটি খাবার হোটেলকে পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার জন্য তিন দিনের সময়সীমা দেওয়া হয়।

 

নির্ধারিত সময়ে পরিবেশের উন্নতি না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়। এ সময় শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মায়ের দোয়া হোটেল ও বাংলালিংক হোটেলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।

 

অভিযানে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com