• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭
সর্বশেষ :
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন। গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ও নব যোগদানকৃত অফিসারের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

সুদের টাকার জন্য বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বৃদ্ধ’কে নি’র্যা’তনের অ’ভি’যো’গ

অনলাইন ডেস্ক / ১২০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

কুমিল্লার চান্দিনা উপজেলায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আলী আকবর (৭০) নামের এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে। অভিযুক্ত ব্যক্তি হলো আবুল কালামের ছেলে বোরহান।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৬ অক্টোবর) প্রায় আড়াই ঘণ্টা আলী আকবরকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয়। এই সময়ে বৃদ্ধের হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

 

ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম জানিয়েছেন, দুই বছর আগে আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য বোরহানের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু বোরহান সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে চাপ দিতে থাকেন। টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে ধর্ষণ করে রসুলপুর গ্রামের মধ্যপাড়া রাস্তার পাশে মসজিদ সংলগ্ন খুঁটিতে বেঁধে রাখা হয়।

 

 

এ ঘটনায় মোবাইল ফোনে ভিডিও ধারণ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে এবং দোষীদের শাস্তির দাবি করা হয়।

 

 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ উল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নজরে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com