• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৮
সর্বশেষ :
খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন। গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ও নব যোগদানকৃত অফিসারের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা

অ’সু’স্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব

সাতক্ষীরা প্রতিনিধি / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিণী ফারজানা আফরোজ তামান্না গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশনায়ক তারেক রহমানের দেশে দ্রুত ফিরে আসা এবং সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিণীর সুস্থতা কামনা করা হয়।

 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মহাসিন আলম, সাবেক পৌর সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা শাখা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ বাচ্চু, আহ্বায়ক সদস্য কামরুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব, সাবেক পৌর জাসাস আহ্বায়ক গোলাম রাব্বি, হাবিবুল, তহীদুল ইসলাম, ইনামুল, সাইফুদ্দিন, মফিজুল ইসলাম, সাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

জানা গেছে, শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিণী ফারজানা আফরোজ তামান্না দীর্ঘ দেড় মাস ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতে নেওয়া হয়েছে।

 

নিজের অসুস্থ স্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় তিনি সাতক্ষীরাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com