• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৩
সর্বশেষ :
খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন। গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ও নব যোগদানকৃত অফিসারের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

আল মামুন / ৩৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে পুলিশ লাইন্স ড্রিলসেডে। ১৬ নভেম্বর, সকাল থেকে শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের অভিভাবক—পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শাহীনুর চৌধুরী গত মাসের সিদ্ধান্ত বাস্তবায়ন তুলে ধরেন। পাশাপাশি এই মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদনও উপস্থাপন করেন।

 

পুলিশ সুপার মনিরুল ইসলাম সব পদমর্যাদার সদস্যদের সমস্যাগুলো মন দিয়ে শোনেন। বেশ কিছু বিষয়ে সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত দেন, আর বাকি বিষয়গুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করার কথা জানান।

 

তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন—
ডিউটিতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সার্ভিস রুলস মেনে চলা, মেসে খাবারের মান বজায় রাখা, ড্রেস রুলস অনুসরণ, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা, স্বাস্থ্য সচেতনতা, আবাসস্থলের পরিচ্ছন্নতা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে সদাচরণ।

 

সভায় অবসরজনিত কারণে কনস্টেবল ৩২২, আবু সাইদ খাঁনকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব, সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার বায়েজীদ ইসলাম, পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com