• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২২
সর্বশেষ :
খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন। গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ও নব যোগদানকৃত অফিসারের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা

ডুমুরিয়ার মানুষদের কাঁদিয়ে দায়িত্ব শেষে বিদায় নিলেন ইউএনও

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ৫০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

খুলনার ডুমুরিয়া উপজেলায় ১ বছর ৮ মাস দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল-আমিন। ১৮ নভেম্বর ২০২৫ ছিল তাঁর শেষ কর্মদিবস। দায়িত্ব শেষ করে তিনি ডুমুরিয়াবাসীর উদ্দেশে এক আবেগঘন বিদায়ী বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি সহযোগিতা, ভালোবাসা ও সমর্থনের জন্য স্থানীয় জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

 

মুহাম্মদ আল-আমিন জানান, ২১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে ডুমুরিয়ার ইউএনও হিসেবে যোগদানের পর এই সময়টুকু তাঁর কর্মজীবনের এক মূল্যবান অধ্যায় হয়ে থাকবে। তিনি বলেন, জলাবদ্ধতাসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান ও নাগরিক সেবার মানোন্নয়নে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। কোথাও ব্যর্থতা থেকে থাকলে তার জন্য দুঃখও প্রকাশ করেন তিনি।

 

বিদায়ী বার্তায় ইউএনও আল-আমিন উল্লেখ করেন, ডুমুরিয়াকে একটি উন্নত, নিরাপদ ও মানবিক উপজেলা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, উন্নয়নকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রশংসার যোগ্য। দল-মত নির্বিশেষে কৃষি ও মৎস্যসমৃদ্ধ ডুমুরিয়ার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

দায়িত্বের শেষ দিনে তিনি বলেন, “ডুমুরিয়ার প্রতি আমার ভালোবাসা ও মমতা সবসময় অটুট থাকবে। ভবিষ্যতে ডুমুরিয়া আরও এগিয়ে যাবে—এই বিশ্বাস নিয়েই বিদায় নিচ্ছি।”

 

নিজের ও পরিবারের জন্য সকলের দোয়া কামনা করে ইউএনও মুহাম্মদ আল-আমিন ডুমুরিয়াবাসীর প্রতি অনিঃশেষ ভালোবাসা ও শুভকামনা জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com