রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ
শেখ সাগর আহমেদ ,রামপাল প্রতিনিধি।
বাগেরহাটের রামপালে মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়কের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ হেমায়েত শেখ। অভিযোগে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মোঃ লুৎফর রহমান উপজেলার শ্রীফলতলা গ্রামের মোঃ হেমায়েত শেখের পুত্র মোঃ ইয়াসিন শেখকে ভুল বুঝিয়ে একটি ব্যাংক একাউন্ট খোলান। এরপর তার ওই চেক বই থেকে স্বাক্ষরিত তিনটি চেকবই কৌশলে নিয়ে নেন লুৎফর রহমান। পরবর্তীতে ওই চেকের উপর ৬লক্ষ টাকা লিখে পাওনা টাকা দাবি করে বাগেরহাট বিঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, ইয়াসিন মূলত দিনমজুরি ও একজন ভ্যান চালক। তাদের এই উপার্জন ছাড়া আর কোনো আয়ের উৎস নেই। তাদের সরলতার সুযোগ নিয়ে লুৎফর রহমান এমন অপকর্ম করেছেন বলে দাবি ভুক্তভোগীদের। একজন সামান্য অফিস সহায়ক কিভাবে এতো টাকা পেলো তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি নিবেদন করেছেন অসহায় পরিবারটি। অভিযুক্ত লুৎফর রহমান বাগেরহাট আদালতে যে মামলাটি করেছেন সেখানে তিনি উল্লেখ করেন ইয়াসিন একজন প্রতিবন্দি। তাহলে কিভাবে একজন প্রতিবন্ধিকে একসাথে ৬ লক্ষ টাকা দিলো সেটিও বিবেচ্য বিষয় বলে তাদের দাবি। অভিযোগে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়ে দোষীকে আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগের বিষয়ে লুৎফর রহমান জানান আমাকে জমি দিবে মর্মে তারা আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা নেন। কিন্তু এখন জমিও দিচ্ছে না আর টাকাও ফেরত দিতে চাইছে না। প্রতিকার চেয়ে আমি বাগেরহাট আদালতে মামলা দায়ের করেছি। আদালত যে সিন্ধান্ত দিবে আমি সেটা মেনে নিবো।
https://www.kaabait.com