• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:০২
সর্বশেষ :
তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন।

মোরেলগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ভষ্ম এক বিধবার বসত ঘর  

প্রতিনিধি: / ২৬৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

মো. আল আমিন শেখঃ বাগেরহাটের মোরেলগঞ্জের পল্লীতে দূর্বৃত্তের দেয়া আগুরে পুড়ে ভষ্ম রিনা বেগম নামে এক বিধবা নারীর বসত ঘর।  দু’ লক্ষাধীক টাকা ক্ষয়-ক্ষতির দাবী।

১৮ ফ্রেবুয়ারী (রবিবার) দিবাগত রাতে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের পশ্চিম চিংড়াখালী গ্রামের নলভিটা নামক এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়সূত্রে মৃত আশ্রাব আলী মীরের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে প্রেতিবেশী লোকমান মীরের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল, যা নিয়ে উভয় পক্ষের মধ্যে ফৌজধারী মামলা চলমান রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির প্রকৃয়াধীন রয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে ঘটনার দিন রোববার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বসত ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করেন এ পারিবারটি।

স্থানীয় সূত্র আরো জানান, রীনা বেগমের ছেলেরা কাজের তাগিদে অন্যস্থানে কর্মে থাকে। রীনা বেগম একা ঘরে না থাকতে পেরে পাশের ঘরে রাত্রি যাপন করার সুযোগে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে ।

এ বিষয় জানতে চাইলে চিংড়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বেলায়েত হোসেন বলেন, রিনা বেগমের সাথে দীর্ঘ দিন ধরে প্রতিবেশী লোকমান মীর ও তার পুত্র রুবেল মীরের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধ নিস্পত্তির জন্য সালিশ বৈঠকে প্রাথমিক ভাবে একটি সিদ্ধান্তও হয়েছে। এরই মধ্যে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত পূর্বক অপরাধীদের শাস্তির দাবী করেন তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com