• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪
সর্বশেষ :
তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাণীনগরে বিএনপির নির্বাচনীয় আহ্বায়ক কমিটি গঠন।

 মোরেলগঞ্জে ৬ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সাবেক ছাত্রলীগ নেতা, নিরাপত্তাহীনতায় বিদ্যালয়

প্রতিনিধি: / ২১০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী ইমরুল হোসেন খান কয়েক মাস ধরে নিখোঁজ রয়েছেন।  বিদ্যালয়ে তার হাজিরা নেই টানা ৬ মাস। এলাকায়ও কারো সাথে দেখা নেই। এ অবস্থায় ৮৭ নং বহরবুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির পরিস্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা ব্যহত হচ্ছে।

ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরুল হোসেন ২০১৪ সালে বিদ্যালয়টিতে দপ্তরী কাম নৈশপ্রহরী পদে নিয়োগ পান। এর পর থেকে নিজের খেয়াল খুশি মতই চলে তার চাকুরি ও হাজিরা। রাজনৈতিক প্রভাব ও বিদ্যালয়ের সভাপতির আত্মীয় হবার কারনে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা ইমরুলকে কখনোই নিয়ম নীতির আওতায় আনতে পারেননি বলে অভিযোগ রয়েছে। বিদ্যালয়ে তিনি সর্বশেষ স্বাক্ষর করেছেন ২০২৩ সালে ৭ আগষ্ট। এরপর থেকে তিনি বিনা অনুমতিতে আজ অবধি(২৩ ফেব্রুয়ারি) অনুপস্থিত বলে প্রধান শিক্ষক জানিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মামুন বলেন, দপ্তরী কাম নৈশপ্রহরী ইমরুল হোসেন ছুটির আবেদন ছাড়াই ৬ মাসের অধীক সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত। সে কোথায় আছে জানা নেই। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের লিখিতভাবে অবহিত করেন, তার বেতন বন্ধ রাখা হয়েছে।

ইমরুল হোসেনের সাথে যোগাগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় অনেকে বলছেন তিনি সৌদি আরবে অবস্থান করছেন। তবে তার ভাই মো. ইমরান খান ও স্ত্রী সোনালী আক্তার বলেন, ইমরুল অসুস্থতার কারনে ঢাকায় আছে। তার সাথে কোন যোগাযোগ নেই। ফোনও বন্ধ।

উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান বলেন, বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারটির শৃংখলা ও নিরাপত্তার স্বার্থে নৈশপ্রহরী ইমরুল হোসেন খানের অনুপস্থিতির বিষয়ে শীঘ্রই বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com