• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০২
সর্বশেষ :
হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

খুবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় দেবহাটার শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৫২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ সেশনের বিভিন্ন অনুষদের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষার্থীদের সহায়তার ধারাবাহিকতায় আজ ১৮ এপ্রিল, শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় পরিসরের ইউনিট বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের সকাল-বিকাল ব্যাপী ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতা করতে দেখা গেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’ এর স্বেচ্ছাসেবকদের।

 

ভর্তিচ্ছুদের সহযোগিতায় দরদি’র কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো— খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, দেবহাটা থেকে আগত পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া, ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের তথ্য সেবার জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, সুপেয় পানির ব্যবস্থা, মাস্ক, কলম ও টিস্যু বিতরণ। পাশাপাশি দেবহাটা থেকে আগত শিক্ষার্থীদের অভিভাবকদের পরীক্ষাকালীন বসার সুব্যবস্থা।

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দরদি’র হেল্পডেস্ক বসেছিল। স্বেচ্ছাসেবী ছিল প্রায় ১০ জন। পরীক্ষার আগমুহূর্তে তথ্য গ্রহীতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ভর্তি সহায়তা হেল্পডেস্ক কর্মসূচি পরিচালনায় ছিলেন দরদি’র খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্য সচিব শানজিদা করবী মিশু।

 

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠান সফল করেছেন দরদি খুলনা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম, তাছনিম জাহান বৃষ্টি, মো: সাব্বির হোসেন, মো. আসিফ মাহমুদ এবং আহ্বায়ক কমিটির সদস্য, রিফাত ইশতিয়াক, অর্পিতা দাশ এবং মুসফিকুর রহমান আতিক প্রমুখ।

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এবং উপ উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ খান দরদির তথ্যসেবা কেন্দ্র পরিদর্শনে আসেন এবং দরদির বৃহৎ কর্মপরিধি ও ভবিষ্যৎ-ভাবনা সম্পর্কে অবগত হয়ে ভূয়সী প্রশংসা করেন।

 

অনুষ্ঠান সফল করার জন্য দরদির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রোগ্রামে উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

হেল্পডেক্স সফল করা প্রসঙ্গে দরদির খুবি ইউনিটের সদস্য সচিব শানজিদা করবী মিশু বলেন, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সংগঠন দরদির সদস্যবৃন্দ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় তৎপর ছিল। শিক্ষার্থীদের সহায়তার ব্রত নিয়ে আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

দেবহাটা ও সাতক্ষীরা থেকে আগত পরীক্ষার্থীর অভিভাবকসহ শিক্ষার্থীরা দরদি’র সেবাপ্রাপ্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com