• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:০১
সর্বশেষ :
হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

দেবহাটার সখিপুরে দীর্ঘদিনের চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করার অ ভি যো গ

দেবহাটা প্রতিনিধি / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করার অভিযোগ

দেবহাটার সখিপুরে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জায়গা দখল ও দীর্ঘদিনের চলাচলের রাস্তা ইট দিয়ে বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামের তিলকুড়া মৌজার বিআরএস ৯০ নং খতিয়ানের ২৫৭ দাগের ৩ শতক জমি নিয়ে আব্দুল গফফারের সাথে পার্শ্ববর্তী মৃত তফিলউদ্দীনের ছেলে আইয়ুব আলী গাজীর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।

 

গত ৫ অক্টোবর ২৪ ইং তারিখে বিবাদী আইয়ুব আলী গং গোলযোগকে কেন্দ্র করে গফফারের স্ত্রী মরিয়ম খাতুন ও ছেলে হোসাইন গাজীকে মারপিট করে। এঘটনায় গফফারের বড় ছেলে হাসানুর জামান বাদী হয়ে সাতক্ষীরার “বিজ্ঞ আমলী আদালত নং-০৭” এ সিআর- ২৫৭/২৪ নং মামলা করলে বিজ্ঞ আদালতের নির্দেশনার আলোকে উক্ত মামলা দেবহাটা থানায় রেকর্ড করা হয়। যার নং- ১৮৭৫(৩)১, তাং- ১২/ ১০/২৪ ইং।

 

এছাড়া গফফারের স্ত্রী মরিয়ম খাতুন সাতক্ষীরার “বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত” এ ১৫/১০/২৪ ইং তারিখে পি-১৮৮৬/২৪ (দেব) একটি ১৪৫ ধারায় মামলা করে।

 

এবিষয়ে থানা থেকে নোটিশ দিলেও সে নির্দেশনা অমান্য করে আইয়ুব দিং ৪ নভেম্বর সকালে পাকা ঘর নির্মান করতে থাকে। বিবাদীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক কারো কথা না শুনার কারনে গত ০৬/১১/২৪ ইং তারিখে গফফারের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে “বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত” সাতক্ষীরাতে ১৪৫ ফৌঃকাঃবিদির ১৮ ধারায় আরো একটি মামলা করে। যার নং- পিঃ ১৮৮৬/২৪ (দেবঃ)। একথা জানতে পেরে বিবাদীরা রবিবার ১০ নভেম্বর সকালে গফফারের বাড়ি থেকে বের হওয়ার দীর্ঘদিনের চলাচলের রাস্তা ইট দিয়ে বন্ধ করে দেয়। যার কারনে তাদের বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে গেছে। বিষয়টি তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com