• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪
সর্বশেষ :
হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

দেবহাটায় ফেসবুক পোস্টে দেখে অসহায়দের সহযোগীতা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৪১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ জুন, ২০২৫

কয়েকটি ফেসবুক আইডির পোস্টের কারনে আলোর মুখ দেখা শুরু করলো অসহায় তিনটি পরিবার। অসহায় পরিবারগুলোর মধ্যে ১জন হলেন উপজেলার আজিজপুর গ্রামের মোহাম্মদ রাজু মোল্লা। তিনি দীর্ঘদিন যাবত কিডনি এবং হৃদরোগ সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। অর্থের অভাবে তিনি উন্নত চিকিৎসা করাতে পারছিলেননা।

 

এমন ফেসবুক পোস্ট দেখে তার পাশে দাঁড়ায় দেবহাটা উপজেলার মানবিক ব্যক্তিত্ব মানুষেরা। মানবিক পুলিশ সদস্য আফজাল এবং ডঃ সাইফুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার সুমনের ফেসবুক পোস্ট এর কারণে অনেক মানবিক মানুষেরা তার সাহায্যে টাকা দেন এবং ঢাকা অধিনস্ত দেবহাটা সমিতির মানবিক ভাইয়েরা সহযোগিতা করতে থাকেন।

 

এরমধ্যে রাজু মোল্লাকে ৩২ হাজার ৫০০ টাকা, প্যারালাইসিস আক্রান্ত আব্দুল্লাহর জন্য ৫ হাজার এবং জহুর আলী শেখের ঘর নির্মাণ এর জন্য নগদ ৮ হাজার টাকা প্রদান করেন এবং ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দেবহাটা উপজেলা সমিতি উদ্যোগ নিয়েছেন‌।

 

বুধবার এ টাকাগুলো তাদের হাতে তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, বাংলা একাডেমির উপ-পরিচালক সাহেদ মন্তাজ।

 

এছাড়া ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সাধারন সম্পাদক তাহাজ্জত হোসেন হিরু, রিয়াজুল ইসলাম রিয়াজ, ব্যাংকার রাজিব হোসেন অপু, ইঞ্জিনিয়ার আল মাহমুদ সুমন, শফিউল আহসান এবং স্থানীয় ফয়জুল ইসলাম, শেখ রেজওয়ান আলী, সহকারী অধ্যাপক ফিরোজ কবির এবং ব্যবসায়ী রবিউল ইসলাম।

 

এসময় সকলে অসহায় পরিবারগুলোর সাহায্যে এগিয়ে আসার জন্য সবাইকে আহবান জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com