• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:২২
সর্বশেষ :
হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে গায়ে আ গু ন দিয়ে আ ত্ম হ ত্যা করল কলেজ ছাত্রী

নিজস্ব প্রতিনিধি / ২৮২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে গায়ে কেরসিন ঢেলে আগুন দিয়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামে এক কলেজ ছাত্রী লাগিয়ে আত্মহত্যা করেছে । বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী মো. কামরুল সরদারের মেয়ে ও কুমিরা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী। প্রথমে তাকে দগ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকালে তার মৃত্যু হয়।

 

স্থানীয় ইউপি সদস্য ইজাহার আলী বলেন, তুলি তাদের বাড়ির পাশের মসজিদের ইমামের কাছে সে বিয়ের প্রস্তাব দিয়েছিলো। একারণে ইমাম কাউকে কিছু না জানিয়ে ১৫ দিন পূর্বে সেখান থেকে পালিয়ে যায়। আজ সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে তুলি বাড়ির সামনে উঠানের শেষ প্রান্তে বসে নিজের শরীরে কেরসিন দিয়ে ভিজিয়ে গ্যাস লাইটের সাহায্যে শরীরে আগুন ধরিয়ে দেয়। এরপরে তার ডাকচিৎকারে প্রতিবেশী এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।

 

ওই সময় প্রতিবেশীদের সহযোগীতায় এ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখাতে থেকে বিকালে ঢাকায় নিয়ে যাওয়ার পথিমধ্যে মৃত্যু হয় তার।

 

 

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্খল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে ।

 

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com