• রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:১৪
সর্বশেষ :
হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বন্ধকীয় জমির টাকা ফেরত না দিয়ে দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫

পাটকেলঘাটায় বন্ধকী জমির টাকা পরিশোধ না করে সেই জমির দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ই মার্চ বেলা ৩ঘটিকার সময় পাটকেলঘাটা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ পাঠ করেন ভুক্তভোগী বন্ধকীয় কৃষক হায়দার আলী। এসময়  তিনি প্রেসক্লাবের সকল সাংবাদিকের সম্মুখে বলেন। আমি পাটকেলঘাটা থানাধীন বড় কাশিপুর গ্রামের মৃত সমছের আলীর পুত্র মোঃ হায়দার আলী। আপনাদের সামনে উপস্থিত হইয়া আমার বন্ধকী সম্পত্তির কাঁচা ধান কর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলনে করিতেছি সত্য প্রকাশ করার জন্য।

 

আমার গ্রামের মৃত চাচা শেখ সিরাজ উদ্দীনের জীবদর্শায় তাহার নিজ সম্পত্তি ২৫ কাঠা প্রথমে ৫০ হাজার টাকা এবং কিছুদিন পর দুই লক্ষ টাকায় মোট ২ লক্ষ ৫০ হাজার টাকায় বন্ধক গ্রহণ করি। গত ১০ বছর যাবৎ আমি বন্ধকী সম্পত্তিতে ফসলাদি করিয়া আসিতেছি। যাহা আমার মৃত চাচার ৪ ছেলে ও ৪ মেয়ে উভয়ই অবগত আছেন। গত ২০১৭ সালে জুলাই মাসে আমার চাচা  গত হওয়ার পরে অদ্যবধি তাহার কোন সন্তানাদি আমার বন্ধকী টাকা পরিশোধ না করায় আমি শান্তিপূর্ণভাবে ফসলাদি করিয়া জমি ভোগদখলে আছি।

 

গত (বৃহস্পতিবার ২০ই মার্চ ) সকাল ১০ঘটিকার সময় মৃত চাচার ৩ নং পুত্র মোঃ রাজিবুল ইসলাম (পুলিশ কনস্টেবল) দেশী অস্ত্র রামদা হাতে নিয়ে তাহার ছেলে স্ত্রী সহ কথিত জমির উপরে আসিয়া জমি দখল করিবার উদ্দেশ্যে কাঁচা ধান কর্তন শুরু করিলে মাঠে উপস্থিত গ্রামের কৃষকগণ ধানের ফসল নষ্ট না করার অনুরোধ করেন। এতে রাজিবুল ভাই ক্ষিপ্ত হয়ে গ্রাম বাসিকে রামদা দিয়ে কোপাতে উদ্যত হলে গ্রাম বাসী তাকে গণধোলাই দিয়ে রামদা কেড়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখেন।

 

গণ ধোলাইয়ে তার মাথা ফেটে গেলে তিনি হাসপাতালে ভর্তি হয়ে গ্রামবাসী সহ আমাদেরকে মামলা দিয়ে হয়রানির পায়তারা করিতেছেএবং হুমকি প্রদান করিয়া বলিতেছে যে আমার পুলিশির ক্ষমতা ব্যবহার করিয়া তোদেরকে জেলে প্রদান করিবো।

 

প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি এই ঘটনার পরে পাটকেলঘাটা থানায় ফসল নষ্টের অভিযোগ এনে মামলা করিতে চাহিলে পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার আমার দরখাস্ত সহ আমাকে ওসি স্যারের রুমে নিয়ে যায়। ওসি স্যার আমাকে রামদার বিষয়টি উল্লেখ না করার অনুরোধ করেন এবং বলেন যদি রামদার বিষয়টি উল্লেখ না করেন তাহলে আমরা আপনার মামলা গ্রহণ করিবো, যেহেতু আসামি পুলিশের লোক বোঝেন তো।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার চাচার স্ত্রীসহ ৮ সন্তানের সবাই জীবিত আছেন এবং কথিত বন্ধকী সম্পত্তি সম্পর্কে অবগত আছেন। আপনারা আপনাদের সু-লিখনির মাধ্যমে তদন্ত পূর্বক সত্য ঘটনা উন্মোচন করে প্রশাসনের দৃষ্টি গোচর করিবেন বলে আমি আশা করি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com