• রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৭
সর্বশেষ :
হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শ্যামনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১২৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনি খাতুনের সভাপতিত্বে বৃহস্পতিবার (৩০শে জানুয়ারী ) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর শ্যামনগর ও কালীগঞ্জ এলাকার দায়িত্বে থাকা মেজর ইফতেখার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান।

 

এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কোস্টগার্ড, নৌ পুলিশ, বিজিবি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানওস্থানীয়গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং অপরাধ দমনে করণীয় নিয়ে আলোচনা হয়। সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা তাদের নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে চ্যালেঞ্জ ও সমাধানের উপায় তুলে ধরেন।

 

সভাপতির বক্তব্যে ইউএনও মোছাঃ রনি খাতুন বলেন, “সুশাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বিত উদ্যোগ জরুরি। আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সভায় মাদক, চোরাচালান, অবৈধ দখলসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে আরও বেশি সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।সভা শেষে অংশগ্রহণকারীরা উপজেলার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com